Site icon suprovatsatkhira.com

দেবহাটায় স্বাস্থ্য সেবা ও রেফারেল কার্ড কার্যক্রম পরিদর্শন

দেবহাটা প্রতিনিধি : দেবহাটার নওয়াপড়া ইউনিয়নে স্বাস্থ্য সেবা ও রেফারেল কার্ড বিতরণ কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। শনিবার (২৫ ফেব্রæয়ারি) নাংলা কমিউনিটি ক্লিনিকে চালু হওয়া দেশের প্রথম (পাইলট প্রকল্প) কমিউনিটি স্বাস্থ্য সেবা ও রেফারেল কার্ড কার্যক্রম পরিদর্শন করেন তিনি। সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, সাবেক সফল স্বাস্থ্য মন্ত্রী আলহাজ্ব অধ্যাপক ডা: আ.ফ.ম রুহুল হক’র পৃষ্ঠপোষকতায় এবং উপজেলা প্রশাসন ও নওয়াপড়া ইউনিয়ন পরিষদের সহযোগীতায় এ স্বাস্থ্য সেবা ও রেফারেল কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়।

শুরু হওয়া এই কার্যক্রমের সুফল ও সফলতা পরিদর্শনে যান উপজেলা নির্বাহী অফিসার সহ সংশ্লিষ্টরা। পরিদর্শন কালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আব্দুল লতিফ, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন (সাহেŸ আলী), বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাজমুস শাহাদাৎ নফর বিশ্বাস, ৭নং ওয়ার্ড ইউপি সদস্য মাহমুদ গাজী, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য জাকির হোসেন, ৯নং ওয়ার্ড ইউপি সদস্য মনিরুল ইসলাম, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সামছুর রহমান, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকবর আলী সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version