পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইককগাছায় ৬নং লস্কর এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে কাঠের সেতু নির্মাণ করে নির্বাচনী প্রতিশ্রæতি পূরণ করলেন চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো পাইকগাছা উপজেলার ৬নং লস্কর ইউনিয়নে দুটি গ্রামের মানুষের। লস্কর ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন নির্বাচনের সময় অঙ্গীকার করেছিলেন সেতুটি নির্মাণ করে দেওয়ার যা আজ বাস্তব রূপ দিয়েছে। শুক্রবার সকালে তিনি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খড়িয়া ভড়েঙ্গা ও ৯নং ওয়ার্ডের খড়িয়া লেবুবুনিয়া খালের উপর নির্মিত কাঠের সেতুটি উদ্ধোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন উত্তম কুমার ঢালী, সুভাষ চন্দ্র মন্ডল ও শেখর চন্দ্র ঢালীসহ অনেকে। নবনির্মিত কাঠের সেতু নির্মানের মাধ্যমে দু-গ্রামবাসীর যাতায়াত আরো সহজতর হওয়ায় অত্র গ্রামবাসী দোয়া ও প্রসংশায় জানিয়েছেন চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিনকে। পাশাপাশি দীর্ঘদিনের দাবী পূরণ হওয়ায় এলাকাবাসীর মধ্যে আনন্দ বিরাজ করছে বলে জানা যায়।