Site icon suprovatsatkhira.com

দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিহত

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা-খুলনা মহাসড়কের গোপীনাথপুর এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহত শেখ যুবায়ের হোসেন (১৫) কোরআনের হাফেজ। সে সাতক্ষীরা সদরের ইটাগাছা পূর্বপাড়া এলাকার শেখ কবিরুজ্জামানের ছেলে। শুক্রবার ১০ ই ফেব্রæয়ারি বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দু’জন। তাদের একজন খুলনা নর্দান ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ার এমএসসি বিভাগের শিক্ষার্থী তরিকুল ইসলাম। সে পাটকেলঘাটা থানার বড় কাশিপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে। আহত অপর জনের পরিচয় তাৎক্ষনিকভাবে জানা যায়নি।

স্থানীয়রা জানায়, সাতক্ষীরা-খুলনা মহাসড়কের গোপীনাথপুরে বিপরীতমুখী মোটরসাইকেল ক্রসিংয়ের সময় যাত্রীবাহী একটি বাস খুলনা অভিমুখে যাচ্ছিল। বাসটি রাস্তার ডানপাশে বেশি চাপিয়ে দেয়। এতে মোটরসাইকেল দু’টির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় আহতদের তাৎক্ষণিক উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়। সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ হিসাম আল কবির জানান, এখানে দু’জনকে চিকিৎসা দিতে আনা হয়। একজনের নাকের হাড় ভেঙে গেছে। তাকে সাতক্ষীরা মেডিকেলে রেফার্ড করা হয়েছে। তার অবস্থাও গুরুতর। অপর একজন ঘটনাস্থলেই মারা গেছে। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, দু’টি ভেঙে যাওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। অপর দুইজন আহত হয়েছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version