Site icon suprovatsatkhira.com

তালা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিকের দির্ঘদীনের বিরোধ নিষ্পত্তি

পাটকেলঘাটা প্রতিনিধি : তালা উপজেলা ইমারাত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাথে সাতক্ষীরা জেলা ইমারাত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রæয়ারি) সকাল ১১টায় পাটকেলঘাটা পাঁচ রাস্তা সংলগ্ন ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা ইমারাত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: সুজাউদ্দীন গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ আবু দাউদের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা ইমারাত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাভাপতি মো: আব্দুল বারী, সাধারণ সম্পাদক মো: আ: রাজ্জাক সিকদার, শ্রমিক নেতা শহিদুল ইসলাম, মো: আ: খালেখ, মো: আব্দুল খায়ের, মো: আকবার হোসেন, তালা উপজেলা ইমারাত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সিনিয়র সভাপতি জনাব হযরত আলী (খোকন), যুগ্ম সাধারণ সম্পাদক মো: আলফাজ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মো: আলী হোসেন, শ্রমিক নেতা মুকুল বিশ্বাস প্রমুখ।

উল্লেখ্য, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের তালা উপজেলার কমিটি ও জেলা কমিটির মধ্যে দীর্ঘদিনের আভ্যন্তরীন সমস্যা নিয়ে প্রায় ২ঘন্টা ব্যাপী বিস্তারিত আলোচনা হয়। জেলা ইউনিয়নে শ্রমিকদের সাথে তালা উপজেলা শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের কাজ, সময় নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল। সেটা আলোচনা সভায় শান্তিপূর্ণ ফলপ্রসু নিষ্পন্ন হয়। তালা উপজেলা ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ আবু দাউদ ইউনিয়নের গঠনতন্ত্র অনুযায়ী তার শ্রমিক নিয়োগ ও সময় নির্ধারণ বিষয়ে যৌক্তিক দাবী তুললে জেলা কমিটি তা মেনে নেয়। শ্রমিকরা এক ঘন্টা কর্মবিরতীসহ সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কাজ করবে। জেলা শ্রমিকরা তালা উপজেলায় কাজ পেলে তালা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন থেকে শতকরা ৫০ ভাগ শ্রমিক কাজে নিবে বলে আলোচনায় সিদ্ধান্ত গৃহিত হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version