তালা প্রতিনিধি : তালা উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতা-২৩ গত ১৫ ফেব্রæয়ারী সম্পন্ন হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের অংশগ্রহনে ক্রিড়া, সাংস্কৃতিক, বিষয় ভিত্তিক কুইজ ও কাবিং এর উপর প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় তালার ৫৭ নং কানাইদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’র ৫ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী সিনথিয়া জারিন ইরা ৪টি ইভেন্টে অংশগ্রহন করে সব ক’টি ইভেন্টে উপজেলা সেরা হয়েছে। এৃকসাথে এতোগুলো ইভেন্টে অন্য কোনও শিক্ষার্থী অংশগ্রহন করে বিজয়ী হতে পারেনি। সফল এবং মেধাবী শিক্ষার্থী সিনথিয়া জারিন ইরা ৫৭ নং কানাইদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’র প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. রবিউল ইসলাম এবং ব্যাংকার রুমিয়া আক্তার দম্পতির কন্যা।
শিক্ষক মো. রবিউল ইসলাম জানান, তার কন্যা সিনথিয়া জারিন ইরা অদম্য মেদবী। ক্লাসে তার রোল ১। সে এবার প্রাথমিক শিক্ষা পদক-২৩ তালা উপজেলা পর্যায়ের প্রতিযোগীতায় একক অভিনয়, উপস্থিত বক্তৃতা, কুইজ প্রতিযোগিতা (বাংলা ও সাধারণ জ্ঞান) অংশগ্রহন করে ৪টিতে প্রথম স্থান অধিকার করেছে, যা উপজেলা পর্যায়ে আর কেউ হতে পারেনি। প্রতিযোগীতা শেষে তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার এউপলক্ষ্যে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী সিনথিয়া জারিন ইরা’র হাতে সম্মাননা সনদ ও পুরস্কার তুলেদেন। এসময় জনপ্রতিনিধি, শিক্ষা অফিসার, শিক্ষক ও এসএমসি নেতৃবৃন্দ সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।