Site icon suprovatsatkhira.com

জাতীয় অধ্যাপক ডা. এম.আর খানের নামে রাস্তা নামকরণের লক্ষ্যে এমপি রবির সাথে মতবিনিময়

মাহফিজুল ইসলাম আককাজ : কিংবদন্তি জাতীয় অধ্যাপক ডা. এম.আর খানের নামে রাস্তা নামকরণের লক্ষ্যে সাতক্ষীরা সদর- ২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সাথে এলাকাবাসীর মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৩ফেব্রæয়ারি) বেলা সাড়ে ১১টায় শহরের বকচরা বাইপাস সড়ক সংলগ্ন এলাকায় বকচরা বাইপাস হতে কাথন্ডা বাজার পর্যন্ত অনুমান ১৫ কিলোমিটার রাস্তা ডা. এম.আর খানের নামে রাস্তা নামকরণের লক্ষ্যে এমতবিনিময় সভায় বক্তব্যে এমপি রবি বলেন, “জাতীয় অধ্যাপক ডা. এম.আর খান একজন কিংবদন্তি।

তিনি জনকল্যাণে শিশু হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানসহ অনেক কিছু প্রতিষ্ঠিত করেছেন। তিনি তাঁর সৃষ্টি কর্ম ও গুণের মাঝে চিরদিন বেঁচে থাকবেন। যত দ্রæত সম্ভব তাঁর নামে এই রাস্তাটির নামকরণ করে উদ্বোধন করা হবে।” মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার সম্পাদক মকসুমুল হাকিম, পৌরসভার প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস.এম মারুফ তানভীর হুসাইন সুজন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, পৌরসভার প্যানেল মেয়র শেখ আনোয়ার হোসেন মিলন, আগরদাঁড়ী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো. মজনুর রহমান মালি, সাতক্ষীরা শিশু হাসপাতালের সাবেক মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মো. আবুল কাশেম, শিক্ষক সমিতির সভাপতি ও খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, এ্যাড. মো. জিয়াউর রহমান, মাস্টার পলাশ প্রমুখ। এলাকাবাসীর সাথে মতবিনিময় শেষে এমপি রবি ঐ এলাকার রাস্তা পরিদর্শণ করেন। এসময় দলীয় ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version