Site icon suprovatsatkhira.com

জনগণের ক্ষতি হবে এমন কাজ করা যাবে না-এমপি রবি

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত বেত্রাবতী নদী খননের ভেড়িবাধের মাটি কাটা ও জমি এবং রাস্তা নষ্ট হওয়ার ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের অভিযোগের ভিত্তিতে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শণ করলেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। শনিবার (০৪ ফেব্রæয়ারি) বিকালে ঝাউডাঙ্গা ইউনিয়নের হাজিপুর রাজবাড়ী শ্মশান এলাকায় গিয়ে এলাকাবাসীর অভিযোগের কথা শোনেন। এসময় বীর মুক্তিযোদ্ধা এমপি রবি বলেন, “এলাকার রাস্তা এবং জনগণের ক্ষতি করে কোন কাজ করা যাবে না। সাতক্ষীরার জলাবদ্ধতা নিরসনে করনাকালীন সময়ে বিশেষ একনেকের সভায় এই বেত্রাবতী নদীসহ কয়েকটি নদী ও খাল খননে বরাদ্ধ দেন জননেত্রী শেখ হাসিনা।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এস এম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রমজান আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক অমরেন্দ্রনাথ ঘোষ, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক হাসান মাহমুদ রানা, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন, সোহরাব হোসেন সাজু প্রমুখ। এসময় দলীয় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version