Site icon suprovatsatkhira.com

চিংড়িতে অপদ্রব্য পুশ

নিজস্ব প্রতিবেদক : চিংড়িতে অপদ্রব্য মিশ্রনের অপরাধে ৪ জনকে কারাদন্ড ও ১১ জনকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রæয়ারি) দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও র‌্যাব ৬ সাতক্ষীরা সিপিসি ১ এর পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। র‌্যাব জানায়, খুলনাঞ্চল চিংড়ির জন্য খুবই বিখ্যাত। জিআই পণ্য চিংড়ি বাংলাদেশের হোয়াইট গোল্ড হিসেবে বিশ্বে পরিচিত। খুলনা হতে চিংড়ি দেশের নানা প্রান্তে সরবরাহ করা হয় এবং বিদেশেও রপ্তানি করা হয়। কিছু অসাধু ব্যবসায়ীরা অতিশয় মুনাফার লোভে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অপদ্রব্য পুশ করে চিংড়ির ওজন বৃদ্ধি করে আসছে ও ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করে চিংড়ির রং আকর্ষনীয় করছে।

এরই ধারাবাহিকতায় ১৪ ফেব্রæয়ারি বেলা দেড়টার দিকে পাটকেলঘাটার দলুয়া বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে অবৈধভাবে চিংড়িতে অপদ্রব্য পুশ করা অবস্থায় ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪৩ ধারায় নারায়ন চন্দ্র মন্ডল (৬৫), নিত্য নন্দন সরকার (৫০) দ্বয়কে ২০ হাজার টাকা জরিমানাসহ ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং বিশ্বনাথ মন্ডল (৪১), রবিন মন্ডল (৩১)কে ৫০ হাজার টাকা জরিমানাসহ ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এছাড়া একই অপরাধে রমেশ সরকার (৩৫)কে ৫ হাজার টাকা, উদয় মন্ডল (১৮)কে ১ হাজার টাকা, শ্রীকান্ত মন্ডল (২৫)কে ১ হাজার টাকা, রাজু মন্ডল (২৬)কে ১ হাজার টাকা, শ্রী গনেশ (৩৫)কে ৩ হাজার টাকা, সমিরন (৩৫)কে ৩হাজার টাকা, শুভ (২৪)কে ৩ হাজার টাকা, শাহাদেব (৩০)কে ৩ হাজার টাকা, আল মামুন (২২)কে ৩ হাজার টাকা, শংকর (৩৫)কে ৩ হাজার টাকা এবং জয়ন্ত সরকার (৩৩)কে ৩হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সর্বমোট ১ লক্ষ ৬৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ৬৭ কেজি চিংড়ি মাছ ও জেলি পুশ করার সরঞ্জমাদি উদ্ধার পূর্বক জব্দ করা হয়। অভিযান শেষে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে ও অর্থদন্ড প্রাপ্ত ব্যক্তিরা ভ্রাম্যমান আদালত কর্তৃক জরিমানাকৃত অর্থ তাৎক্ষনিক সেচ্ছায় পরিশোধ করায় বিধি মোতাবেক সরকারি কোষাগারে জমা প্রদান করা হয় এবং জব্দকৃত চিংড়ি ও সরঞ্জমাদি ধ্বংস করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version