পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা উপজেলার ৬নং লস্কর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হেতালবুনিয়া গ্রামে অবস্থিত গাংচিল মৎস্য খামার। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে এ অঞ্চলে মৎস্য চাষসহ ফলমূল উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
গাংচিল মৎস্য খামারের স্বত্বাধিকারী আলহাজ্ব হাসানুজ্জামান (জামান সরদার) একজন সফল ব্যবসায়ী। তিনি বৈজ্ঞানিক পদ্ধতিতে মৎস্য উৎপাদনের পাশাপাশি বিভিন্ন ধরনের ফলমূল, মাছের খাবার এবং দুগ্ধ উৎপাদন করে থাকেন। বর্তমানে তার প্রোজেক্টের কুল এবং পেয়ারার বাম্পার ফলন হয়েছে। তিনি শিক্ষা জীবন শেষ করে চাকুরির পিছনে না ছুটে নিজ প্রতিষ্ঠানের দ্বারা স্বাবলম্বী হয়েছেন পাশাপাশি অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। তিনি একজন মার্জিত এবং রুচিসম্পন্ন মানুষ।
এ অঞ্চলের বহু মানুষ মৎস্য সহ কৃষি উৎপাদন বৃদ্ধিতে তার সু-পরামর্শ নিয়ে থাকেন। তিনি প্রতি বছর সময়মতো ইউনিয়ন পরিষদের কর পরিশোধ করেন। এই সফল ব্যবসায়ীর সার্বিক সাফল্য কামনা করেছেন পাইকগাছা উপজেলার ৬নং লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও থানা পুলিশিং ফোরামের সেক্রেটারি কে এম আরিফুজ্জামান (তুহিন)।