নিজস্ব প্রতিনিধি: মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করে পরিচালিত ব্রাদার্স ব্রিকস জেলা প্রশাসনের নির্দেশে ভ্রাম্য মান আদালত কর্তৃক ভেঙে ফেলা হয়েছে। বছরের পর বছর কোন কাগজপত্র ছাড়া অবৈধভাবে গড়ে ওঠা ব্রাদার্স ব্রিকস হাইকোর্ট, জেলা, উপজেলা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বহাল তবিয়াতে কাজ চালিয়ে আসছিল।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১ টার সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাহার আলীর নেতৃত্বে সাতক্ষীরার বন ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম অভিযান চালিয়ে অবৈধ ইটভাটা ভেঙে ফেলা হয়।