ফেব্রুয়ারি ১১, ২০২৩
কালিগঞ্জের মৎস্য সেটের পেছনের পুকুরের সুপেয় পানি জনগণের জন্য উন্মুক্ত
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের মৎস্য সেটের পেছনের জেলা পরিষদের পুকুরের পানি জনগণের জন্য উন্মুক্ত করা হয়েছে। শনিবার সকালে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজা রশীদ জানান, কালিগঞ্জের মৎস্য সেটের পেছনের জেলা পরিষদের এ পুকুরের পানি এ অঞ্চলের মানুষের সুপেয় পানির চাহিদা পূরণ করে থাকে। এটি কোন দিন লিস দেওয়া হয়নি। কেও যদি এটিকে লিস নেওয়ার দাবি করে তবে তাদের কাছ থেকে কাগজপত্র দেখতে চাইবেন।
এখন থেকে আর কেহ এ পুকুরে মাছ চাষ করতে পারবে না। মাছ ধরতে গেলেও লাগবে জেলা পরিষদের অনুমতি। 8,575,307 total views, 3,077 views today |
|
|
|