Site icon suprovatsatkhira.com

কলারোয়ায় গলায় বাইন মাছ ঢুকে শিশুর মৃত্যু

ফারুক হোসাইন রাজ, কলারোয়া : মায়ের সথে বিলে মাছ ধরার সময় হাতে মাছ নিয়ে খেলতে গিয়ে গলায় বাইন মাছ ঢুকে সাতক্ষীরা কলারোয়ায় ১৩ বছর বয়সী গোলাম রসুল নামের এক বাক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। বুধবার ( ২২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত ডাক্তার ডাঃ তানভীর জাহান প্রাথমিক পরীক্ষা শেষে শিশুর মৃত ঘোষণা করেন।

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমারজেন্সি বিভাগের দায়িত্বরত ডাঃ তানভীর জাহান বলেন, অচেতন অবস্থায় বাক প্রতিবন্ধী শিশুকে ইমারজেন্সি বিভাগে নিয়ে আসে শিশুর পরিবারের লোকজন। চিকিৎসার সুবিধায় তারা জানায় শিশুর গলায় দুপুর ১২টার দিকে মাছ ধরতে গিয়ে বাইন জাতীয় মাছ গালের ভিতর দিয়ে গলার ভিতর ঢুকে গেছে। এঘটনার পরেই শিশুটি জ্ঞান হারায়। হাসপাতালে শিশুর উন্নত চিকিৎসা ইসিজিসহ বিভিন্ন পরীক্ষা করে নিশ্চিত হওয়া যাই শিশুটি নিঃশ্বাস বন্ধ হয়ে মারা গেছে। পরে হাসপাতাল থেকে মৃত্যুদেহ তার পরিবার বাড়িতে নিয়ে যায়।

নিহত ওই প্রতিবন্ধী শিশু উপজেলার কেরেলকাতা ইউনিয়নের পুটুনি গ্রামের ভ্যান চালক নজরুল ইসলামের ছেলে। প্রতিবেশী গোলাম কিবরিয়া বলেন, পুটুনি গ্রামের এক বিলে মাছ ধরার সময় মাছ নিয়ে খেলতে গিয়ে গলার ভিতর বাইন মাছ ঢুকে যায়। এ ঘটনা জানার সাথে সাথে শিশুকে মোটরসাইকেলে করে হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার ইসিজিসহ কয়েক ধরনের পরীক্ষা করে বলেন মারা গেছে।

শিশুর মা আশুরা বিবি বলেন, আার ছেলে ও মেয়ে দু’জনই বাক প্রতিবন্ধী। সকাল থেকে ছেলের সাথে নিয়ে বিলে মাছ ধরছিলাম। হঠাৎ ছেলে চিৎকার করে বলে গলার ভিতর বাইন মাছ ঢুকে গেছে অনেক চেষ্টা করেও বের হয়নি। স্থানীয়দের সহযোগিতায় তাৎক্ষণিক হাসপাতালে আনলে ডাক্তার বলে ছেলে মারা গেছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version