Site icon suprovatsatkhira.com

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর জেলা যুব সম্মেলন অনুষ্ঠিত

শুক্রবার সকাল ৭:৩০ মিনিট হইতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে শহরের জর্জকোর্টের সামনে রসনা বিলাস চাইনিজ রেস্টুরেন্টে জেলা যুব সম্মেলন ও জেলা কমিটি গঠন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা সভাপতি মোঃ মুবাশশীরুল ইসলাম তকী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুফতী আহমদ আব্দুল জলিল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্মাদক (খুলনা বিভাগ), ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাদ্দিস মোস্তফা শামছুজ্জামান, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ, সাতক্ষীরা জেলা, ডা: কাজী মো: ওয়েজ কুরণী, সেক্রেটারী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা, ডা: এবাদুল ইসলাম, সভাপতি, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, সাতক্ষীরা জেলা, মো: আকরাম হোসাইন, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা, গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ, সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সাতক্ষীরা জেলা। প্রধান অতিথি তার বক্তব্যে যুবকদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক কথা তুলে ধরেন এবং চলতি কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৩-২৪ সেশনের নতুন কমিটির সভাপতি মোঃ মুবাশশীরুল ইসলাম তকী, সহ-সভাপতি মো: আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক প্রভাষক ডা: মোহাম্মাদ আলী এর নাম ঘোষণা করেন।

অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা সহ-সভাপতি মো: দেলাওয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো: ফজর আলী, অর্থ সম্পাদক মো: হাফিজুর রহমান, যুব কল্যান বিষয়ক সম্পাদক মো: মনিরুল ইসলাম, মানবাধিকার সম্পাদক মো: হেলাল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: বায়জিদ হোসেন, কলারোয়া উপজেলা সভাপতি হাফেজ মাও: ওমর ফারুক হাবিবী, তালা উপজেলা সভাপতি হাফেজ শাহিনুর রহমান, শ্যামনগর উপজেলা সহ-সভাপতি হাফেজ মাও: মেজবাহ উদ্দীন, পাটকেলঘাটা উপজেলা সভাপতি হাফেজ মফিজুল ইসলাম, আশাশুনি উপজেলা সাধারণ সম্পাদক মো: সিরাজুল ইসলাম, দেবহাটা উপজেলা সাধারণ সম্পাদক মো: আজিজুল ইসলাম, ফিংড়ী উইনিয়ন সভাপতি মুফতী বেলাল, প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক প্রভাষক ডা: মোহাম্মাদ আলী। (প্রেস বিজ্ঞপ্তী)।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version