সমীর রায়, আশাশুনি : আশাশুনি সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে কলেজ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন শেষে পায়রা উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
অত্যন্ত মনোরম পরিবেশে এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ রুহুল আমিন, আশাশুনি থানা অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম পিপিএম, সাবেক অধ্যাপক সুবোধ চক্রবর্তী, বিধান চন্দ্র মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, আব্দুল মান্নান, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এসএম আহসান হাবিব, সদর ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন, সাবেক চেয়ারম্যান প্রভাষক মোনায়েম হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক স ম সেলিম রেজা সেলিম, কৃষক লীগের সভাপতি এন এম বি রাশেদ সরোয়ার শেলী সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রাক্তন ছাত্র শিক্ষকবৃন্দ। ক্রীড়া কমিটির আহŸায়ক রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক হোসেন আলীর সার্বিক ব্যবস্থাপনায় ও প্রভাষক জাকির হোসেন ভুট্টোর উপস্থাপনায় ক্রীড়া প্রতিযোগিতায় ১৭ টি ইভেন্টের খেলায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। নির্ধারিত দিনে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হবে জানিয়েছেন কর্তৃপক্ষ।