নিজস্ব প্রতিনিধি : আশাশুনির বড়দল ও খাজরায় শিশু সুরক্ষায় সমাজ কর্মীদের গুরুত্ব বিষয়ক কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বড়দল ইউনিয়ন পরিষদের সভাকক্ষে উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা।
দুপুরে খাজরা ইউনিয়ন পরিষদের সভাকক্ষে ইউপি সদস্য রামপদ সানার সভাপতিত্বে
‘আমি সমাজকর্মী, পরিবার ও শিশুর সুরক্ষায় সবসময় রয়েছি আমি’ এ প্রতিপাদ্য বিষয়ের উপর বক্তব্য রাখেন ইউনিয়ন সমাজকর্মী মৃনাল কান্তি স্বর্নকার।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য মোঃ ফারুক হোসেন, বীরমুক্তিযোদ্ধা আকের আলী, দীনেশ চন্দ্র মন্ডল, শিক্ষক মশিউর রহমান,মনীষ কুমার মন্ডল, ও হাসমত ঢালী। এছাড়া ফিল্ড সুপারভাইজার মোঃ শাহিনুর ইসলাম, মোঃ হুমায়ুন কবির, মোখলেছুর রহমান, তানভীর হোসেন, জিএম কাওসার আলী, সাংবাদিক নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, সুধীজন ও কিশোর কিশোরী ক্লাবের সদস্যরা অংশ গ্রহণ করেন।