Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে লবন সহিষ্ণু উড়ি ধান প্রকল্প পরিদর্শন ও মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি : ধানের লবন সহনশীলতা বৃদ্ধিতে আশাশুনিতে উড়ি ধান সংশ্লিষ্ট জিন এবং অণুজীবের প্রয়োগ (জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উড়ি ধানের ব্যবহারিক প্রয়োগ) প্রকল্প পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার বড়দল ইউনিয়নের নড়েরাবাদ-চাম্পাখালী গ্রামে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট (বিসিসিটি) এর অর্থায়নে ও ঢাকা বিশ্ববিদ্যাল কর্তৃক পরিচালিত এ প্রকল্প পরিদর্শন করা হয়।

প্রকল্পের তত্ত্বাবধায়ক মাহফুজুর রহমান চৌধুরী বাবুর সার্বিক ব্যবস্থাপনায় প্রকল্প পরিদর্শন করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রান বিজ্ঞান বিভাগের প্রকল্প পরিচালক অধ্যাপক ড. জেবা ইসলাম সেরাজ, কিং আব্দুল্লাহ ইউনিভারসিটি সায়েন্স এন্ড ল্যাবরেটরি’র (অষ্ট্রেলিয়া নিবাসি) অধ্যাপক মার্ক ট্রেচার, শিক্ষা মন্ত্রণালয়ের (পরিকল্পনা অধিশাখা) যুগ্ম-সচিব মুহাম্মদ জহুরুল ইসলাম, (পরিকল্প শাখা-১) উপ-সচিব মু. ইমরুল হাসান, বিসিসিটি-মহাখালী’র সহকারী পরিচালক (প্রশাসন ও অর্থায়ন) মু. ইউসুফ মেহেদী, সহকারী পরিচালক (নেগোসিয়েশন) মু. মোস্তফা কামাল, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন অফিসের পরিচালক সরদার ইলিয়াস হোসেন, উপ-পরিচালক মু. আমির হোসেন ভূঞা, সাতক্ষীরা বিআরআরআই’র প্রধান গবেষক কর্মকর্তা মু. তাহমিদ হুসাইন আনছারী, প্রকল্পের অফিসের নেয়াজ মাহমুদ, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস, এম আহসান হাবিব, বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্রসানা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা দীপক কুমার মল্লিক, ইউপি সদস্য হাফিজা খাতুন তমাসহ স্থানীয় চাষীবৃন্দ। প্রকল্প সহযোগী আব্রহাম লিংকনের সহযোগীতায় অতিথিবৃন্দ প্রকল্প পরিদর্শন শেষে স্থানীয় চাষীদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে অতিথিবৃন্দ চাষীদের মতামত গ্রহণ করেন। সাথে সাথে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ও লবন সহনশীলতা বৃদ্ধিতে উড়ি ধান সংশ্লিষ্ট জিন এবং অণুজীবের প্রয়োগ ও ব্যবহারিক প্রয়োগ বিষয়ে আলোচনা ও উদ্বুদ্ধ করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version