প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ নির্দেশিকা ২০২২-২৩ অনুযায়ী সাতক্ষীরা জেলা কমান্ডেন্টেন সাতক্ষীরা জেলা কার্যলয় কতৃক ১ম ধাপে ১২দিন ব্যাপী দুর্যোগ ব্যাবস্থাপনা প্রশিক্ষণ (পুরুষ) উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুর তিন টার সময় উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির। উক্ত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা কমান্ড্যান্ট মোর্শেদা খানম। এসময় আরো উপস্থিত ছিলেন সার্কেল এ্যাডজুট্যান্ট মিয়াজান আলী, সাতক্ষীরা সদর উপজেলা আনসার ভিডিপি অফিসার মাহফুজুর রহমান, সাতক্ষীরা সদর উপজেলা প্রশিক্ষক ইশার আলী, উক্ত প্রশিক্ষণে সাতটি উপজেলা হতে ৫০ জন ব্যাক্তি অংস গ্রহণ করেন। ১২ দিন ব্যাপি প্রশিক্ষণে ঘূর্ণিঝড় জনিত দূর্যোগ ব্যাবস্থাপনা প্রাথমিক স্বাস্থ্য সেবা, করোনা ভাইরাস ডেঙ্গুজ্বরসহ দূর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী প্রাণী সম্পদ ব্যবস্থাসহ বিভিন্ন ধরনের দুর্যোগের উপর প্রশিক্ষণ প্রদানের নিমিত্তে এ আয়োজন করা হয়।