ফেব্রুয়ারি ৯, ২০২৩
৩৮২ কেজি ভেজাল মধু জব্দ, কারিগরকে ৫০ হাজার টাকা জরিমানা
![]() নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের যৌথ অভিযানে ৩৮২ কেজি ভেজাল মধু ও মধু তৈরীর সরঞ্জাম জব্দ করা হয়েছে। একইসাথে এই কাজে জড়িত থাকার অপরাধে জিন্দাগীর কাগুজী নামের এক কারিগরকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ মোখলেসুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জিন্দাগীর কাগুজীর বাড়িতে ভেজাল মধু তৈরীর কারখানায় অভিযান চালানো হয়। অভিযুক্ত ওই ব্যক্তি বাড়িতে না থাকায় তার স্ত্রীর স্বীকারোক্তি মোতাবেক সেখান থেকে ৩৮২ কেজি ভেজাল মধু, ৪২ কেজি চিটাগুড় ও দেড় কেজি কালোজিরা জব্দ করা হয়। তার স্ত্রী স্বীকার করেছেন তারা চিটাগুড়ের সাথে ফিটকিরি ও ফ্লেভার সহ বিভিন্ন রাসায়নিকের মিশ্রন ঘটিয়ে মধু বানিয়ে তা রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন। 5,916,001 total views, 563 views today |
|
|
|