ফেব্রুয়ারি ৪, ২০২৩
সাতক্ষীরা স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের চড়ু–ইভাতি
![]() নিজস্ব প্রতিনিধি: জনতা ব্যাংক লিমিটেড এর স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ সাতক্ষীরা আঞ্চলিক কমিটির আয়োজনে চড়–ই ভাতি অনুষ্ঠিত। শনিবার (৪ ফেব্রæয়ারি) দিনব্যাপি সাতক্ষীরা ডিসি ইকোপার্কে এ চড়–ইভাতি অনুষ্ঠিত হয়। এসময় জনতা ব্যাংক সাতক্ষীরা সদর উপজেলা শাখার ব্যবস্থাপক ও স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সতক্ষীরা আঞ্চলিক কমিটির সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন খুলনা বিভাগীয় কার্যালয়ের জেনারেল ম্যানেজার অরুন প্রকাশ বিশ^াস। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা এরিয়া অফিসের উপ মহা ব্যাবস্থাপক মো. মিজানুর রহমান, যশোর এরিয়া অফিসের উপ মহা ব্যাবস্থাপক জাকির হোসেন, সাতক্ষীরা কর্পোরেট শাখার সহকারী মহাব্যাবস্থাপক মো. রবিউল ইসলাম। এসময় দৌড় প্রতিযোগিতা, মোরগ লড়াই, পিলো পাসিং, হাড়ি ভাঙ্গাসহ বিভিন্ন প্রতিযোগিতা ও সংস্কৃতিক অনুষ্ঠান হয়। এসময় আরো উপস্থিত ছিলেন উজ্জ্বল কান্তি মন্ডল, কারিমুছ শাহাদাৎ, আফতাবুজ্জামান, গোপাল চন্দ্র গাইন, ইয়াহিয়া আলম, উজ্জল কুমার সরদার, রবিউল ইসলাম, অমিতাভ পাল, জমাত আলি, শুশান্ত মন্ডল, রাশেল আহমেদ, মিন্টু কুমার সরখেল, বিপ্রদেব কুমার বিশ^াস, তাপস কুমার রায়, আব্দুস সালাম ও শাহিনুর রহমান প্রমুখ। 5,925,308 total views, 571 views today |
|
|
|