ফেব্রুয়ারি ২২, ২০২৩
সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
![]() নিজস্ব প্রতিনিধি : বিন¤্র শ্রদ্ধা ও ভালোবাসায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ পালিত হয়েছে। মঙ্গলবার (২১ফেব্রæয়ারি) বিদ্যালয় চত্বরে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাসের সভাপতিত্বে আলোচনা সভায় মহান একুশের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল হামিদ, সিনিয়র শিক্ষক মো. সিরাজুল ইসলাম, মো. আবুল হাসান, মো. মতিউর রহমান, ইয়াহিয়া ইকবাল প্রমূখ। কর্মসূচির মধ্যে ছিল একুশের প্রথম প্রহরে ১২টা ১ মিনিটে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে প্রভাত ফেরী, প্রভাতফেরী শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ, বিদ্যালয় চত্বরে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ। এসময় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ মোবাশশ্বেরুর রহমান। 5,915,983 total views, 545 views today |
|
|
|