ফেব্রুয়ারি ১৭, ২০২৩
সাতক্ষীরা সদর দলিল লেখক সমিতির নিন্দা
![]() প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা সদর দলিল লেখক সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য মো. হাফিজুর রহমান ও সদস্য জাহাঙ্গীর আলম মুন্নার উপর সন্ত্রাসী হামলা ও টাকা ছিনতাইয়ের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নিন্দা জানিয়েছেন সমিতির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১৬ ফেব্রæয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, বুধবার বেলা ১১টার দিকে সাতক্ষীরা শহরের রাজারবাগান বেয়ারাপাড়া এলাকার মো. জামাল হোসেন ও তার পিতা মোহাম্মদ আলী, কাটিয়া সরকারপাড়া এলাকার আব্দুল খালেকের ছেলে মো. আজিজুল ইসলামসহ অজ্ঞাতনামা ৫ থেকে ৬ জন সন্ত্রাসী সাতক্ষীরা সদর দলিল লেখক সমিতিতে গিয়ে সাধারণ সম্পাদকের কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে তারা সাধারণ সম্পাদকের উপর চড়াও হয়। এসময় দলিল লেখক সমিতির কার্যনির্বাহী সদস্য মো. হাফিজুর রহমান প্রতিবাদ করলে তাকে বেধড়ক মারপিট করে। এতে বাধা দেয় অন্যান্য দলিল লেখকসহ জাহাঙ্গীর আলম মুন্না। এসময় উক্ত সন্ত্রাসীদের সেখান থেকে বের করে দিলে পরে বিকেলে সরকারি কলেজ মোড়ে দলিল লেখক জাহাঙ্গীর আলম মুন্নাকে একা পেয়ে মারপিটসহ তার কাছে থাকা ২ লক্ষ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় আহত দলিল লেখকদের চিকিৎসা পূর্বক মামলা দায়ের করা হয়েছে। নেতৃবৃন্দ উক্ত প্রেস বিজ্ঞপ্তিতে আসামীদের দ্রæত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। বিবৃতিদাতারা হলেন, সাতক্ষীরা সদর দলিল লেখক সমিতির সভাপতি মো. হায়দার আলী, সহ-সভাপতি জি,এম আব্দুর রহিম, সাধারণ সম্পাদক শেখ আজাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক নাহিদ সুলতান, প্রচার সম্পাদক আবু হাসান, কোষাধ্যক্ষ মো. শাহাজাহান আলী, অডিটর শেখ মাহাবুব উল্লাহ, কার্যনির্বাহী সদস্য এস এম ওমর ফারুক, মো. শামছুর রহমান, রফিকুল ইসলাম দ্বিপুসহ সকল সদস্যবৃন্দ। 5,915,813 total views, 375 views today |
|
|
|