প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা ডায়াবেটিক এ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সাতক্ষীরা ডায়াবেটিক হাসপাতালে এ সাধারণ সভার আয়োজন করা হয়। সাতক্ষীরা জেলা প্রশাসক ও ডায়াবেটিক এ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলহাজ্ব মোঃ দ্বীন আলীর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ শংকর, সাতক্ষীরা ডায়াবেটিক এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ডাঃ আবতাবুজ্জামান, ডাঃ মোকলেছুর রহমান, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আজিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুল বারী, আজীবন সদস্য ডাঃ আবুল কালাম বাবলা, মেহের আলী, সদস্য এ্যাড. ওসমান আলী, এ্যাড. আজহারুল ইসলাম, কামরুজ্জামান রাসেল প্রমুখ। সভায় দিকনির্দেশনামূলক ফলপ্রসূ আলোচনা হয়।
5,926,980 total views, 389 views today