ফেব্রুয়ারি ১১, ২০২৩
সাতক্ষীরা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
![]() প্রেস বিজ্ঞপ্তি : ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে আজ ১১ ফেব্রæয়ারি ‘২৩ শনিবার সাতক্ষীরা স্টেডিয়ামে সাতক্ষীরা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা -২০২৩ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু, এনএসআই এর উপ-পরিচালক আজিজুর রহমানসহ বিভিন্ন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা কিন্ডারগার্টেনের হেডটিচার রফিকুল হাসান। উপস্থিত ছিলেন স্কুলের চেয়ারপার্সন নাসরিন হাসানসহ সকল শিক্ষকমন্ডলী ও সহকর্মীবৃন্দ। বিদ্যালয়ের পাশে সাতক্ষীরা জেলা স্টেডিয়াম ময়দানটি আলোকিত করেছিল সোনামণি শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকমÐলীরা। সকাল নয়টায় উদ্বোধনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। কোভিড-১৯ করোনার দীর্ঘ তিন বছর পরে আবার মুখরিত হলো সোনামণি শিক্ষার্থীদের কলকাকলিতে। অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনায় ছিলেন স্কুলের সিনিয়র টিচার রাফিজা খাতুন ও আবু মোহাম্মদ জাকারিয়া। খেলা পরিচালনায় ছিলেন সিনিয়র টিচার মাজহারুল ইসলাম, শহিদুল ইসলাম, সুশান্ত কুমার সানাসহ সকল টিচার, ম্যাডাম, আন্টি ও সহকর্মীবৃন্দ। পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে ০৪ মার্চ’২৩ শনিবার। উক্ত অনুষ্ঠানটি সুন্দর ও সার্থক করে তোলার জন্য সম্মানিত অতিথি, সুধিমন্ডলী, অভিভাবকমÐলী, সোনামণি শিক্ষার্থী ও সহকর্মীবৃন্দদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কিন্ডারগার্টেনের হেড টিচার রফিকুল হাসান। 5,915,802 total views, 364 views today |
|
|
|