Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে বিভিন্ন সময়ে জব্দ করা বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। এসব মাদকদ্রব্যের মধ্যে ভারতীয় ফেন্সিডিল, বিভিন্ন প্রকার মদ, গাঁজা, হেরোইন, ইয়াবা, আনাগ্রা, ভায়াগ্রা, সেনেগ্রা ট্যাবলেট, পাতার বিড়ি, তামাক পাতা ও তামাক গুঁড়াও রয়েছে। সোমবার (২০ ফেব্রæয়ারি) বেলা ১১টায় সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) প্রাঙ্গণে প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকদের সামনে এই মাদকদ্রব্য ধ্বংস করা হয়। সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বলেন, বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

এরই ধারাবাহিকতায় জেলার ৫৪ কিলোমিটার সীমান্ত এলাকা থেকে বিজিবির সদস্যরা গত ২০২১ সালের ১ জুন থেকে চলতি ২০২৩ সালের ১৫ ফেব্রæয়ারি পর্যন্ত দেড় বছরে জব্দ করা মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। যার মধ্যে ভারতীয় ফেনসিডিল ১১ হাজার ৭৮৯ বোতল, বিভিন্ন প্রকার মদ পাঁচ হাজার ৭৮১ বোতল, গাঁজা ২৪৩ কেজি, হেরোইন ২৪ কেজি ৩১ গ্রাম, ইয়াবা ১৭ হাজার ৭৮৬ পিচ, আনাগ্রা ট্যাবলেট ৩৫ হাজার ৪৬৫ পিস, ভায়াগ্রা ১৪৮ পিস, সেনেগ্রা ৪৭ হাজার ৪৩২ পিস, পাতার বিড়ি ৩ লাখ ৮৭ হাজার প্যাকেট, তামাক পাতা ৩২৫ কেজি ও তামাক পাতার গুঁড়া ৩০৫ কেজি। মাদকদ্রব্য ধ্বংসকরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজিবির খুলনা সেক্টর কমান্ডার ক. মামুনুর রশীদ, সাতক্ষীরা ৩৩ বিজিবির অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর রেজা আহমেদ, সহকারী পরিচালক মাসুদ রানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মীর আসাদুজ্জামান, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মো. তাজুল ইসলাম, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সার্কেলের রাজস্ব কর্মকর্তা মাসুদ রানা প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version