Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরায় পুলিশের নিয়োগ চলাকালে কাগজপত্র জালিয়াতি : গ্রেফতার ১

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় পুলিশের কনস্টেবল পদে নিয়োগ চলাকালে কাগজপত্র জালিয়াতি করার অভিযোগে শান্তনু মন্ডল(২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে আশাশুনি থানার নাকতাড়া এলাকার সতীশ মন্ডলের ছেলে।

আজ সোমবার(২৭ ফেব্রæয়ারি) বিকাল ৪টায় সাতক্ষীরা পুলিশ লাইনে এ ঘটনা ঘটার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ্ আল আমিন মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন(মামলা নং- ৬৮)।

সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান জানান, ওই ব্যক্তির সার্টিফিকেট সহ বেশকিছু কাগজপত্র ভুয়া প্রমানিত হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, আজ সকাল ৯টা থেকে সাতক্ষীরা পুলিশ লাইনে শুরু হয়েছে কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা। এতে জেলার ৭৬টি পদের বিপরীতে পরীক্ষা দিয়েছেন ২ হাজার ৬৪৯ জন প্রার্থী।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version