ফেব্রুয়ারি ৮, ২০২৩
সাংবাদিকদের সাথে সেঞ্চুরী একাডেমির পরিচালকের মতবিনিময়
![]() নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের সাথে সেঞ্চুরী একাডেমির পরিচালক শেখ এজাজ আহমেদ স্বপনের মতবিনিময় সভা উনুষ্ঠিত হয়েছে। সেঞ্চুরী একাডেমি সাতক্ষীরার আয়োজনে বুধবার (৮ই ফেব্রæয়ারি) বিকাল সাড়ে ৪টায় শহরের নবারুন মোড়ের বিসিডিএস ভবণের নিচ তলায় সেঞ্চুরি একাডেমির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা সেঞ্চুরী একাডেমীর পরিচালক শেখ এজাজ আহমেদ স্বপনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন দৈনিক কাফেলা পত্রিকার বার্তা সম্পাদক এম রফিকুল ইসলাম রফিক, দৈনিক যুগের বার্তা পত্রিকার বার্তা সম্পাদক খন্দকার আনিছুর রহমান, দৈনিক কালের চিত্র পত্রিকার বার্তা সম্পাদক গাজি হাবিবুর রহমান, দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার সহ-বার্তা সম্পাদক আলতাফ হোসেন বাবু, দৈনিক সাতঘরিয়া পত্রিকার বার্তা সম্পাদক আব্দুর রহমান, দৈনিক সুপ্রভাত পত্রিকার উপ-সম্পাদক মো. মাজহারুল ইসলাম ও দৈনিক পত্রদূত এর নিজস্ব প্রতনিধি আসাদুজ্জামান মধু । মতবিনিময় সভায় সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর, বসন্তপুর নৌবন্দর এবং সাতক্ষীরা জেলার উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। মতবিনিময় সভা শেষে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, সাতক্ষীরা সেঞ্চুরী একাডেমির পরিচালক শেখ এজাজ আহমেদ স্বপন সাংবাদিকদের হাতে সেঞ্চুরি সাতক্ষীরার পক্ষ থেকে হাসিমুখ উপহার প্রদান করেন। 5,926,441 total views, 1,704 views today |
|
|
|