ফেব্রুয়ারি ১, ২০২৩
সখিপুর বাজার সিসি ক্যামেরার আওতায়
![]() দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলার সর্ববৃহৎ ও জনসমাগমপূর্ণ বাজার সখিপুর বাজারটি এবার সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। বাজারের কয়েকশ ব্যবসা প্রতিষ্ঠান এবং প্রতিদিনের হাজার হাজার ক্রেতা-বিক্রেতার নিরাপত্তা, অপরাধ নিয়ন্ত্রণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার বিষয়টি গুরুত্ব দিয়ে গোটা বাজারটি সিসি ক্যামেরার আওতায় নেয়া হয়েছে। সম্প্রতি দেবহাটা উপজেলা প্রশাসনের নির্দেশে সখিপুর ইউনিয়ন পরিষদ প্রায় ১ লক্ষ টাকা ব্যয়ে সিসি ক্যামেরা স্থাপনের কাজ শেষ করেছে। বুধবার সিসি ক্যামেরা স্থাপন শেষে তা উদ্বোধন করেছেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। বাজার ব্যবস্থাপনা কমিটি আয়োজিত উক্ত উদ্বোধনি অনুষ্ঠানে সখিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রাহান তিতু, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, বাজার ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি নজরুল ইসলাম, অর্থ সম্পাদক মনিরুল ইসলাম, ইউপি সদস্য মোখলেছুর রহমান, মহিলা ইউপি সদস্যা সাজু পারভীন, সমাজসেবক আবুল হোসেন, সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক প্রমুখ। 5,915,858 total views, 420 views today |
|
|
|