ফেব্রুয়ারি ২৩, ২০২৩
শ্যামনগর উপজেলা আদি যমুনা বাঁচাও আন্দোলন কমিটির সভা অনুষ্ঠিত
শ্যামনগর ব্যুরো : শ্যামনগর উপজেলা আদি যমুনা বাঁচাও আন্দোলন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রæয়ারি) বেলা ৪ টায় শ্যামনগর উপজেলা আদি যমুনা বাঁচাও আন্দোলন কমিটির আহবায়ক এড. জি এম মুনসুর রহমানের সভাপতিত্বে এবং আদি যমুনা বাঁচাও আন্দোলন শ্যামনগর উপজেলার সদস্য সচীব গাজী আল ইমরানের সঞ্চালনায় উপজেলার প্রগতির হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আদি যমুনা বাঁচাও আন্দোলন কমিটির আহবায়ক অধ্যক্ষ আশেক এলাহী। আরো বক্তব্য রাখেন উপজেলা জলবায়ু পরিষদের সভাপতি অধ্যাপক নাজিমুদ্দিন, জাতীয় মহিলা সংস্থার সভাপতি অধ্যাপক শাহানা হামিদ, প্রবীন রাজনীতিবিদ উপজেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ হারুন অর রশিদ, প্রভাষক মানবেন্দ্র দেবনাথ, মৎসজীবি সমবায় সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আশরাফ, বিআরডিবির সাবেক সভাপতি মোঃ আলতাফ হোসেন, প্রভাষক দিপংকর বিশ্বাস, একশন এইডের প্রোগ্রাম ম্যানেজার মোসলেহ উদ্দিন লস্কর, ইসলামিক রিলিফের সিনিয়র প্রজেক্ট অফিসার মোঃ জাহিদুল হাসান, উত্তরণের প্রজেক্ট অফিসার অলোক পাল, প্রগতির সমন্বয়কারী শেখ রফিকুল ইসলাম, সাংবাদিক আঃ হান্নান প্রমুখ। সভার সিদ্ধান্ত মোতাবেক আদি যমুনা বাঁচাও শ্যামনগর উপজেলা কমিটির উদ্যোগে সংবাদ সম্মেলন, মানবন্ধন, স্মারকলিপি ও মতবিনিময় সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। 8,576,990 total views, 4,760 views today |
|
|
|