Site icon suprovatsatkhira.com

শ্যামনগরে ৩টি রোটারী ক্লাবের উদ্যোগে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট পরিদর্শন

শ্যামনগর উপজেলা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে উপকূলীয় এলাকার রমজাননগর ইউনিয়নে কানাডার রোটারি ক্লাব টরেন্টো ড্যানফোর্থ, রোটারী ক্লাব অব ঢাকা, রোটারি ক্লাব রয়েল সাতক্ষীরা উদ্যোগে গ্রান্ড ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট চলমান কার্যক্রম সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ পরিদর্শন করেছেন। শুক্রবার রমজাননগর ইউনিয়নের ভেটখালীতে গ্রান্ড ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট চলমান কার্যক্রম পরিদর্শন করেন কানাডার রোটারি ক্লাব টরেন্টো ড্যানফোর্থের প্রেসিডেন্ট আনোয়ারুল কবীর, রোটারী ক্লাব অব ঢাকার পিপি রোটা: খালিকুজ্জামান, পিপি রোটা: রফিকুল ইসলাম রাওলী, পিপি রোটা: বায়জিদুর রহমান, পি ই শেখ নাহার মাহমুদ, রোটাঃ প্রকৌশলী আক্তারুজ্জামান ভুঁইয়া, রোটা: গুলরু হাসান, রোটা: এএনএন ইয়াসমিন মাহমুদ, রোটা: এএনএন ডঃ মাহফুজা আলম চাকলাদার, রোটারী ক্লাব অব রয়েল সাতক্ষীরা পিপি রোটা: আসাদুর জামান আসাদ, পিপি আবু মুসা, পাসপোর্ট ডিডি মোঃ শাহজাহান কবীর, ডাঃ সাইফুল আলম, সাতক্ষীরা মহিলা পরিষদ সেক্রেটারী জোস্ন্যা দত্ত, বিশিষ্ট সমাজ সেবক মফিজুর রহমান, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম মোস্তফা কামাল প্রমূখ। কয়েক লক্ষ টাকা ব্যয়ে প্লান্টটি স্থাপনে যাবতীয় সরঞ্জামাদি প্রদান করা হবে। প্রতি ঘন্টায় ১ হাজার ৫ শত লিটার বিশুদ্ধ পানি বিতরণ করা যাবে।

উপকূলবাসী লবণাক্ত পানি বেষ্টিত লোকজন সুপেয় ও বিশুদ্ধ পানির চরম অভাব বিরাজ করায় ৩টি রোটারী ক্লাব এ মহতী উদ্যোগ গ্রহণ করেন। ৩টি রোটারী ক্লাবের কর্মকর্তাগণ চলমান প্রকল্পটি ডিজাইন অনুসারে টেকসই দ্রæত ভাবে কাজটি সম্পন্ন করতে পরামর্শ প্রদান করেন। শ্যামনগর উপজেলায় এ ধরণের ৭টি গ্রান্ড ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করা হবে। পানি বাহিত রোগ থেকে পরিত্রান ও সুপেয় বিশুদ্ধ পানি পান করার সুযোগ সৃষ্টিতে প্লান্টটি স্থাপন হওয়ায় সুফল ভোগীরা কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version