ফেব্রুয়ারি ১৫, ২০২৩
শ্যামনগরে পুষ্টি কার্যক্রম বাস্তবায়ন অভিজ্ঞতা ও শিখন বিনিময় সভা
শ্যামনগর উপজেলা প্রতিনিধি : শ্যামনগরে পিপিইপিপি প্রকল্পের পুষ্টি কার্যক্রম বাস্তবায়ন অভিজ্ঞতা ও শিখন বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ ফেব্রæয়ারি (বুধবার) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে এফসিডিও এবং পিকেএসএফ এর অর্থায়নে ও নওয়াবেকী গনমুখী ফাউন্ডেশন এর আয়োজনে পিপিইপিপি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী অফিসার মো: আক্তার হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মো: আসাদুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদুজ্জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার কান্তি মজুমদার, সমাজসেবা কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা। অনুষ্ঠান শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন এন জিএফ এর হেড অব মনিটরিং এন্ড ডকুমেন্টেশন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলম, প্রকল্পের বিষয় উপস্থাপনা করেন টিও (নিউট্রিশন) এসপারিটির মো:রাকিব হাসন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহীনুল ইসলাম সহ সুধীজন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রকল্পের সমন্বয়কারী মো আব্দুল হামিদ। 8,578,333 total views, 6,103 views today |
|
|
|