ফেব্রুয়ারি ৬, ২০২৩
শোভনালী বাগদা ক্লাস্টারের ঘের খনন কাজ চলছে দ্রæত গতিতে
নিজস্ব প্রতিনিধি : আশাশুনির শোভনালী ইউনিয়নে মৎস্য দপ্তরের সহযোগিতায় বাগদা ক্লাস্টারের মৎস্য ঘেরে বাগদা চাষ সফল করতে ঘের প্রস্তুতির জন্য খনন ও বাঁধ নির্মান কাজ এগিয়ে চলেছে। সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় শোভনালীর খলিসানী বাগদা ক্লাস্টারে ২৫টি মৎস্য ঘের নির্বাচন করা হয়েছে। নির্বাচিত ঘেরকে বাগদা চাষের জন্য প্রস্তুত করতে ঘের মালিকরা ঘেরের মাটি খনন ও বাঁধ নির্মান কাজ করছেন। ১৫ টি ঘেরের কাজ অর্ধেক (৫০%) পর্যন্ত শেষ হয়েছে। বাকীগুলোর কাজও দ্রæত শেষ হবে। প্রত্যেকটি ঘের ১ বিঘা থেকে ৫ বিঘা আয়তনের। বাঁধ নির্মান কাজ শেষ হলে মাছ চাষের জন্য ঘের প্রস্তুত করণ, প্রয়োজনীয় বাগদা চিংড়ী ছাড়া ও অন্যান্য উপকরণ সরবরাহ করা হবে প্রকল্পের অর্থায়নে। দীর্ঘ একটি বছর ঘেরে পরিচর্যা প্রয়োজনীয় মাছের রেণু সরবরাহ ও উপকরণ প্রদানসহ সার্বিক দিক মনিটরিং করবে উপজেলা মৎস্য বিভাগ সোমবার সরেজমিন কাজের অগ্রগতি পরিদর্শন করেন, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, সহকারী মৎস্য অফিসার মোঃ মোস্তাাফিজুর রহমান, মেরিণ ফিসারিজ অফিসার রতœা সাহা। 8,577,945 total views, 5,715 views today |
|
|
|