পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা উপজেলার ৬নং লস্কর ইউনিয়নের লক্ষীখোলা, কেওড়াতলা, হেতালবুনিয়া ও মাঠাম গ্রামের পানি সরবরাহের অন্যতম মাধ্যম কামুক্ষিয়া খাল। উক্ত খালটি খননের অভাবে বহু বছর যাবৎ স্থানীয় গ্রামগুলোর পানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিলো। পাশাপাশি ধান ও মাছ চাষে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয় এ এলাকার চাষিদের।
এদিকে এবিষয়গুলো লক্ষ্য রেখে দীর্ঘদিন ধরে জনগুরুত্বপূর্ণ এ খালটি খননের পরিকল্পনা করে আসছিলেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান (তুহিন)। তারই পরিকল্পনার ফলস্বরুপ সোমবার তিনি উক্ত খালটি খননের বাস্তব রূপ দিতে সক্ষম হয়েছেন। ২৭ ফেব্রæয়ারি সোমবার বেসরকারি (উন্নয়ন সহযোগী) সংস্থা উত্তোরণের মাধ্যমে উক্ত খালটি খননের শুভ উদ্বোধন করেছেন চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য টি এম হাসানুজ্জামান, জাহিদ কাগজী, রফিকুল মোড়ল, সুধাংশু মন্ডল, পবিত্র মন্ডল, বিষ্ণুপদ মন্ডল, শেখর চন্দ্র মন্ডল ও হিরন্ময় মন্ডলসহ আরো অনেকে। গুরুত্বপূর্ণ এ খালটি খননের উদ্যোগ নেওয়াতে এলাকাবাসী চেয়ারম্যান তুহিনের প্রতি কৃতজ্ঞতা ও সাধুবাদ জানিয়েছেন।