ফেব্রুয়ারি ১৭, ২০২৩
মেট্রো রেলের উত্তরা স্টেশন খুলছে আগামীকাল
![]() ন্যাশনাল ডেস্ক : আগামীকাল শনিবার সকাল ৮টা থেকে যাত্রী চলাচলের জন্য মেট্রো রেলের উত্তরা স্টেশনের দরজা খুলে দেওয়া হবে। এ নিয়ে মোট চার স্টেশনে মেট্রো রেলের যাত্রী পরিবহন করা হবে। আগামী মাসের মধ্যে ধাপে ধাপে বাকি সবগুলো স্টেশন উন্মুক্ত করা হবে। ঢাকা ম্যাস ট্রানজিট কম্পনি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এন সিদ্দিক জানান, প্রথমে দুটি স্টেশন খুলে দেওয়ার মাধ্যমে মেট্রে রেল চলাচল শুরু হয়। মানুষ মেট্রো রেল ব্যবহারে অভ্যস্ত হয়ে গেছে। আগামী ১ মার্চ থেকে পঞ্চম স্টেশন হিসেবে মিরপুর-১০ স্টেশন খুলে দেওয়া হবে। জানা গেছে, রাজধানীর উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১.২৬ কিলোমিটার দৈর্ঘ্যের প্রথম মেট্রো রেল এমআরটি লাইন-৬ নামে পরিচিত। ২০১২ সালে এ প্রকল্প সরকার হাতে নেয়। গত ২৮ ডিসেম্বর মেট্রো রেলের প্রথমাংশ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত উদ্বোধন করা হয়। দ্বিতীয় অংশ আগারগাঁও থেকে মতিঝিল ২০২৩ সালের শেষ দিকে চালু করা হবে। আর মতিঝিল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত বর্ধিতাংশ ২০২৫ সালে চালু হতে পারে। 5,925,585 total views, 848 views today |
|
|
|