Site icon suprovatsatkhira.com

মানসিকতার পরিবর্তন ঘটাতে পারলেই দেশ হবে উন্নত ও সম্মৃদ্ধশীল

নিজস্ব প্রতিনিধি : ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসায় নবীন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রæয়ারি) সকালে মাদ্রাসা চত্বরে সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার সভাপতি সৈয়দ ফিরোজ কামাল শুভ্র’র সভাপতিত্বে ও মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আলতাফ হোসেন’র সার্বিক ব্যবস্থাপনায় নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থীদের অনেক সম্মানিত করেছেন। মাদ্রাসা শিক্ষার প্রসারে অনেক উদ্যোগ গ্রহণ করেছেন তিনি। আমাদের সাতক্ষীরা জেলার মাটি খুবই উর্বর এবং জেলার মানুষ খুবই মেধাবী।

সাতক্ষীরার মানুষ সকল ক্ষেত্রে অবদান রেখে চলেছে। একুশে পদকে দেশের ২১জনের মধ্যে আমাদের সাতক্ষীরা জেলার তিনজন গুণী মানুষ এবার একুশে পদক পাচ্ছেন। সেজন্য আমরা সাতক্ষীরাবাসী গর্বিত। তিনি আরো বলেন, এই নতুন প্রজন্ম আগামীর ভবিষ্যৎ নাগরিক। আমাদের মানুসিকতার পরিবর্তন ঘটাতে পারলেই এদেশ আরো বেশি উন্নত ও সম্মৃদ্ধশীল হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন ল্লিাহ বোডিং কাম এতিমখানার সভাপতি মো. আব্দুর রব ওয়ার্ছি, রাকিব অটো রাইচ মিল’র স্বত্বাধিকারী আলহাজ¦ মো. এবাদুল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির সভাপতি আব্দুল মোকাদ্দেস খান চৌধুরী (মিন্টু), কাথন্ডা আমিনিয়া আলিম মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ও জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল মজিদ সিদ্দীকি ও সাতক্ষীরা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান প্রমুখ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন নবীন শিক্ষার্থী আব্দুল্লাহ বিন আব্দুর রহিম ও নাঈম সিদ্দিকি।

এসময় উপস্থিত ছিলেন সাবেক ব্যাংকার কাজী আব্দুল মুহিদ, জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক মীর শাহিন, যুগ্ম আহŸায়ক তৌহিদ হাসান, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. আব্দুল মান্নান, সহকারি অধ্যাপক মাওলানা মো. আব্দুল হামিদ আজাদী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার প্রভাষক নুর আহম্মাদ, প্রভাষক মো. আনারুল ইসলাম, প্রভাষক মো. মনিরুল ইসলাম, প্রভাষক নাছির উদ্দীন, মো. তৈয়্যবুর রহমান, মো. আবুল বাসার, মো. মোমিন আলী, মো. মিজানুর রহমান, মো. শহিদুল্লাহ, মেহেরুন নাহার, সাজেদা খাতুন, এন.ইউ.এম সাইফুল আলম, মো. আব্দুল করিম, মো. আব্দুল হামিদ, মো. আমিনুর রহমান, মো. সিদ্দিকুর রহমান, কামরুজ্জামান, মো. সাইফুল ইসলাম, মো. হাবিবুর রহমান, মো. জাকারিয়া হোসাইন, মো. শামছুর রহমান, মোছা. সেলিনা খাতুন প্রমুখ। নবীন বরণ অনুষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহকারি অধ্যাপক মাওলানা মো. আব্দুল হামিদ আজাদী। এসময় আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version