নিজস্ব প্রতিনিধি : আশাশুনির বড়দলে দু’টি ওয়াটার ট্রিটমেন্ট পয়েন্ট উদ্বোধন করেছেন বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা।
এফসিডিও ফাÐ ও পিকেএসএফ অর্থায়নে এনজিও উন্নয়ন প্রচেষ্টা পিপিইপিপি প্রকল্পের আওতায় ইউনিয়নের বাইনতলা সাইক্লোন শেল্টারের পাশে একটি ও চাম্পাখালী দুর্গা মন্দিরের কাছে আরেকটি পয়েন্ট স্থাপন করা হয়েছে। দুটি পয়েন্ট স্থাপনে খরচ হয়েছে ৩৬ লক্ষাধিক টাকা ব্যয় হয়েছে বলে জানান উন্নয়ন প্রচেষ্টার পরিচালক শেখ ইয়াকুব আলী।
এসময় উপস্থিত ছিলেন, প্রকল্প সমন্বয়কারী মুজিবুর রহমান সহ ইউপি সদস্য সত্যরঞ্জন বৈরাগী ও শ্রাবন্তী বৈরাগী সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। প্রত্যেক পয়েন্ট থেকে প্রতিদিন ৫০০ লিটার করে পানি সরবরাহ করতে পারবে। প্রতি লিটার পানির মূল্য নির্দ্ধারন করা হয়েছে ৫০ পয়সা করে। স্থানীয়দের সমন্বয়ে পয়েন্ট পরিচালনার জন্য পৃথক পৃথক কমিটি গঠন করা হয়েছে।