Site icon suprovatsatkhira.com

বীর নিবাসের মালিকানা পেলেন আশাশুনির ৩৬বীর মুক্তিযোদ্ধা

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে ৩৬ জন বীর মুক্তিযোদ্ধাকে বীর নিবাসের চাবি হস্তান্তর করা হয়েছে। বুধবার সকালে গণভবন থেকে ভার্চ্যুয়ালি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ‘বীর নিবাস’ হস্তান্তর উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ‘অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ’ প্রকল্পের আওতায় আশাশুনি উপজেলায় প্রথম পর্যায়ে ১২ জনসহ দ্বিতীয় পর্যায়ে ৪৮ জনের মধ্যে ৩৬ জন বীর মুক্তিযোদ্ধার হাতে ঘরের চাবি তুলে দেওয়া হয়েছে।

উপজেলা পরিষদ মিলনায়তনে বীর নিবাস হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকার, ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গাজী সাইফুল ইসলাম, আনসার ভিডিপি কর্মকর্তা হোসনেয়ারা হোসেন ইউপি চেয়ারম্যান আবু দাউদ, দীপঙ্কর বাছাড় দিপু সহ সকল সরকারি কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version