ফেব্রুয়ারি ১৯, ২০২৩
বাংলাদেশ শিল্পকলা একাডেমি সাতক্ষীরার ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
![]() নিজস্ব প্রতিবেদক ঃ বাংলাদেশ শিল্পকলা একাডেমি সাতক্ষীরার ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে রবিবার সকাল ১০টায় এ উপলক্ষে শিল্পকলা একাডেমির হল রুমে কেক কাটা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চস্থ হয়। সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বাসু, সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা, শিল্পকলা একাডেমির সহ-সভাপতি নাসরিন খান লিপি, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মিল্টন প্রমুখ। বক্তারা বলেন, শিল্পকলা একাডেমির মাধ্যমে বিদেশি সাংস্কৃতিক পরিহার করে দেশি সাংস্কৃতি ফুটিয়ে তুলতে হবে। শিল্প একাডেমি রয়েছে বলেই আমাদের দেশি সংস্কৃতি বিকশিত হচ্ছে এবং শিশুদের সাংস্কৃতিক চর্চায়ও আগ্রহ বাড়ছে। 5,925,370 total views, 633 views today |
|
|
|