Site icon suprovatsatkhira.com

পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে বাংলাদেশ জাসদের অবস্থান কর্মসূচি

প্রেস বিজ্ঞপ্তি : ৯ ফেব্রæয়ারি বিকাল ৩টায় সাতক্ষীরা জর্জকোট স্বাধীনতা স্তম্ভের সামনে বাংলাদেশে জাসদ ও পাবলিক বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন মঞ্চের যৌথ উদ্যোগে অতিসত্বর পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা সরদার কাজেম আলীর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় স্থাপনের পক্ষে বক্তৃতা করেন বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন মঞ্চের সমন্বয়ক এডভোকেট কাজী আব্দুল্লাহ আল হাবিব, বন পরিবেশ নদী কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, জাগো যুব ফাউন্ডেশনের নির্বাহী প্রধান শেখ ফারুক হোসেন, ছাত্রনেতা ইয়াছিন আলী, একরামুল হাসান নয়ন, সোহাগ, রাফিদ হাসান রোহান। বক্তাগণ বলেন, এই জেলার শ্রমজীবী কর্মজীবী পেশাজীবীদের সন্তানদের উচ্চশিক্ষার সুযোগ দানের জন্য অতিসত্বর পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন অতি জরুরী। এছাড়া স্থানীয় উন্নয়ন কর্মসংস্থান যোগাযোগ উন্নয়নের দাবী জানান নেতৃবৃন্দ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version