পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বৃহস্পতিবার রাতে ২০পিচ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। পাইকগাছার পৌরসভার শিববাটি ব্রিজ রোডের ২নং কালভার্ট সংলগ্ন স্থান থেকে বৃহস্পতিবার রাত ১০ টার দিকে ২০ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়। জানা যায় পাইকগাছা পৌরসভার সরল ৫নং ওয়ার্ডের মেহের আলী গাজীর ছেলে আবু মুসা গাজীকে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান জিয়ার দিকনির্দেশনায় এএসআই নাসির উদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে ব্রিজ রোডের ২নং কালভার্ট সংলগ্ন থেকে আটক করে। পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান জিয়া জানান, আটককৃত আসামিকে মাদকদ্রব্য আইনের মামলার মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
5,915,768 total views, 330 views today