ফেব্রুয়ারি ২৭, ২০২৩
পাইকগাছায় আশ্রায়ন প্রকল্পের বাসিন্দাদের মাঝে ঋণ বিতরন
![]() পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের (ফেজ-২) আওতায় খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুরের বাইশারাবাদ আশ্রায়ন প্রকল্পের ৪ বাসিন্দার মাঝে ক্ষুদ্র ব্যবসার জন্য ঋণ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে সোমবার (২৭ ফেব্রæয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের নিজ কার্যালয়ে আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত দরিদ্র ৪ সদস্য যথাক্রমে আব্দুর রহমান গাজী, ইব্রাহীম গাজী,ইউসুফ গাজী ও ইসমাইল গাজীর মাঝে এ ঋণ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা অফিসার সরদার আলী আহসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা ও ঋণ সুবিধাভোগীরা। ঋণ সুবিধাভোগীদের মধ্যে আব্দুর রহমান গাজী ২০ হাজার ও অপর ৩ বাসিন্দা ইব্রাহীম গাজী, ইউসুফ গাজী ও ইসমাইল গাজী প্রত্যেকে ১৫ হাজার টাকা করে ক্ষুদ্র ঋণ পেয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম সুবিধাভোগীদের উদ্দেশ্যে বলেন, এই ঋণের টাকার যথাযথ ব্যবহার করতে হবে। ক্ষুদ্র ব্যবসা দিয়েই মানুষ সামনের দিকে অগ্রসর হয়। পাশাপাশি বলেন দেশের সব আশ্রয়ণ প্রকল্পের দিকেই প্রধানমন্ত্রীর সুদৃষ্টি রয়েছে। 5,926,365 total views, 1,628 views today |
|
|
|