দেবহাটা প্রতিনিধি : দেবহাটার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের প্রথম ইমাম ও ভারপ্রাপ্ত খতিব হিসেবে নিয়োগ পেলেন আশাশুনির হাফেজ মাওলানা সাইফুদ্দিন ইয়াহিয়া। সে আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের কামালকাটি গ্রামের মনিরুল ইসলাম ও শরিফা খাতুনের জৈষ্ঠ পুত্র। সাইফুদ্দিন ইয়াহিয়া সাতক্ষীরা বদ্দিপুর মাদ্রাসা হতে হেফজ পাশ করেন। এছাড়া ঢাকার ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন বহুমুখী মাদ্রাসা হতে কিতাব বিভাগ ও বাংলাদেশের অন্যতম চট্টগ্রাম নানুপুর মাদ্রাসা হতে দাওরায়ে হাদিস (মাস্টার্স) উচ্চতর ডিগ্রী লাভ করেন। চলতি বছরের ১৬ জানুয়ারী প্রধান মন্ত্রী শেখ হাসিনা একযোগে ৫০টি মসজিদ উদ্বোধন করেন। যার মধ্যে সাতক্ষীরার দেবহাটা উপজেলা মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়।
এদিকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিচালনা নীতিমালা ২০২১ এর আলোকে ২০২২ সালের ২৭ ডিসেম্বর ইমাম, খাদেম ও মুয়াজ্জিন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়। তারই আলোকে সচ্ছ ও নিরোপেক্ষ নিয়োগ পরীক্ষার মাধ্যমে সর্বচ্চ নাম্বার পেয়ে হাফেজ মাওলানা সাইফুদ্দিন ইয়াহিয়া প্রথম স্থান অর্জন করেন। রবিবার ৫ জানুয়ারী তিনি আনুষ্ঠনিক ভাবে দায়িত্বভার গ্রহন করবেন। এদিকে হাফেজ মাওলানা সাইফুদ্দিন ইয়াহিয়ার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তার নানা আলহাজ্ব ক্বারী লুৎফর রহমান ও খালু সেচ্ছাসেবী সংগঠন খেদমতে খলক ফাউন্ডেশন দেবহাটা থানা সমন্বয়ক আলহাজ ক্বারী ফজলুল হক আমিনী।