ফেব্রুয়ারি ১৫, ২০২৩
দেবহাটায় ১৭টি বীরনিবাস উদ্বোধন
![]() দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় ১৭টি বীরনিবাস উদ্বোধন করেছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। বুধবার প্রধান মন্ত্রী শেখ হাসিনা ভাচুয়ালী সারাদেশে একযোগে দেশের বিভিন্ন এলাকায় বীরনিবাস উদ্বোধন পরবর্তী চাবি হস্তান্তর করেন। দেবহাটা প্রান্তে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা প্রকৌশলী শোভন সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আব্দুল লতিফ, দেবহাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াসিন আলী প্রমুখ। দেবহাটায় ১৭ টি বীরনিবাস উপহার পাওয়ায় মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা খুশি প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন তারা। 5,925,599 total views, 862 views today |
|
|
|