ফেব্রুয়ারি ১৫, ২০২৩
দেবহাটায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এডভোকেসি সভা
![]() দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ ফেব্রæয়ারী) উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আব্দুল লতিফের সঞ্চলনায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াসিন আলী প্রমুখ। ১২ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ভিটামিন এ খাওয়াতে হবে বলে জানান বক্তারা। প্রতিটি ওয়ার্ডে সকাল ৮ টা থেকে খাওয়ানো হবে। তাই শিশু মৃত্যু ঝুঁকি কমাতে কোন শিশু যাতে বাদ না যায় সে লক্ষে সবাইকে এগিয়ে আসতে হবে বলেও জানান বক্তরা। 5,916,047 total views, 609 views today |
|
|
|