ফেব্রুয়ারি ১৮, ২০২৩
তালায় ডিইএফ’র বার্ষিক প্রকল্প অবহিতকরন সভা অনুষ্ঠিত
তালা প্রতিনিধি : মানবাধিকার রক্ষা ও নারীর ক্ষমতায়নে কাজ করা তালার বেসরকারি সংস্থা দলিত ইমপাওয়ারমেন্ট ফাউন্ডেশন’র পাওয়ার প্রকল্প অগ্রগতী ও কর্ম পরিকল্পনা বিষয়ক বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্ট ডিইএফ’র আয়োজনে, মানুষের জন্য ফাউন্ডেশন’র সহযোগীতায় এবং গেøাবাল অ্যাফেয়ার্স’র অর্থায়নে বৃহস্পতিবার (১৬ ফেব্রæয়ারী) সকালে তালাস্থ সাস’র সেমিনার কক্ষে উক্ত সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন, দলিত ইমপাওয়ারমেন্ট ফাউন্ডেশন (ডিইএফ) এর চেয়ারপার্সন দীপালী দাশ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাপড়ি। বার্ষিক প্রতিবেদনের মোড়ক উন্মোচন করেন, ডিইএফ’র নির্বাহী পরিষদের সাধারন সম্পাদক ঝর্না দাশ। এছাড়া বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন, ডিইএফ’র প্রোগ্রাম সমন¦য়কারী ফারজানা কবির। ডিইএফ’র ফিল্ড ফ্যসিলিটেটর বাহারুল ইসলামের পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে উন্নয়ন কর্মী ভবতোষ মন্ডল, ডিইএফ’র কর্মী বিপ্লব মন্ডল ও রেখা সুলতানাসহ সংস্থার নির্বাহী পরিষদ, সাধারন পরিষদ, স্টেক হোল্ডার, উপকোরভোগী ও স্টাফরা উপস্থিত ছিলেন। 5,926,447 total views, 1,710 views today |
|
|
|