ফেব্রুয়ারি ১১, ২০২৩
তালার মাগুরায় নবজাতকের লাশ উদ্ধার
![]() সুমন কর্মকার, মাগুরা (তালা) প্রতিনিধিঃ তালা উপজেলার মাগুরা এলাকা থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে মাগুরা বাজারের এনামুল ইসলামের লেদের দোকানের পিছনের সিঁড়ি ঘর থেকে নবজাতক ছেলে শিশুর লাশটি উদ্ধার করা হয়। এ সময় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য মাগুরা এলাকার ঝরনা খাতুন (৩৫) এবং মোঃ আল আমিন (২৮) নামের দুই জনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। স্থানীয়রা জানান, শনিবার বেলা ১১ টার দিকে মাগুরা বাজারের এনামুল ইসলামের লেদের দোকানের পিছনের সিঁড়ি ঘরের পেছনে একটি নবজাতকের লাশ দেখে থানা পুলিশকে অবহিত করা হয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়। তালা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে নবজাতকের লাশটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জিঞ্জাসাবাদের জন্য ঝরনা খাতুন ও মোঃ আল আমিন নামের দুই জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। 5,915,833 total views, 395 views today |
|
|
|