ফেব্রুয়ারি ৮, ২০২৩
ডিবি ইউনাইটেড হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা
![]() নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ডিবি ইউনাইটেড হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযেগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ডিবি ইউনাইটেড হাই স্কুলের আয়োজনে বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকালে ডিবি হাই স্কুল মাঠে স্কুল ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী শেখ আব্দুল আহাদের সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয় দের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকার, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন-উর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, ডিবি ইউনাইটেড হাই স্কুল প্রধান শিক্ষক ও মা। ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মমিনুর রহমান মুকুল, সাংবাদিক শাহাদাত হোসেন বাবুসহ ডিবি ইউনাইটেড হাই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্ধরা। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নব-নির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলামকে ডিবি ইউনাইটেড হাই স্কুলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। 5,926,860 total views, 269 views today |
|
|
|