ফেব্রুয়ারি ২২, ২০২৩
ডিবি ইউনাইটেড হাইস্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
![]() নিজস্ব প্রতিনিধি : যথাযথ মর্যাদায় ও বিন¤্র শ্রদ্ধা ও ভালবাসায় ডিবি ইউনাইটেড হাইস্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রæয়ারি) সকালে প্রভাত ফেরি করে সাতক্ষীরা শহিদ মিনারে শহিদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করে শিক্ষক ও শিক্ষার্থীরা। সকালে ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার আহবায়ক মো. মমিনুর রহমান মুকুল’র নেতৃত্বে শিক্ষক ও শিক্ষার্থীরা প্রভাত ফেরি করে বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের বিদ্যোৎসায়ী সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী শেখ আব্দুল আহাদ, অভিভাবক সদস্য মো. ইলিয়াছ হোসেন বাবু, নুরুল ইসলাম, জেলা জাতঅয় পার্টির নেতা কানাইলাল সাহা, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক পঙ্কন কুমার দাশ, সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান, সুকুমার সরকার, আকলিমা খাতুন, লুৎফুন্নাহার ডালিয়া, ফয়জুল হক বাবু ও মো. মুকুল হোসেন প্রমুখ। এসময় ডিবি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 5,916,038 total views, 600 views today |
|
|
|