ফেব্রুয়ারি ২৫, ২০২৩
জামায়াতে নামাজ আদায় করে নতুন সাইকেল পেলো ১৪ কিশোর
![]() শ্যামনগর উপজেলা প্রতিনিধি : শ্যামনগর উপজেলার খ্যাগড়াদানা কেন্দ্রীয় জামে মসজিদে ১২ থেকে ১৮ বছরের ১৪ কিশোর কে পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতে আদায় করার স্বীকৃতি স্বরুপ বাই-সাইকেলে উপহার দেয়া হয়েছে। খ্যাগড়াদানা কেন্দ্রীয় জামে মসজিদ পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় ১২ থেকে ১৮ বছরের শিশু কিশোর ৪৫ দিন জামায়াতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করিলে পুরুষ্কার দেওয়া হবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তির অর্থায়নে ঘোষণা অনুযায়ী অত্র এলাকার ৩০ জন শিশু কিশোরকে নিয়ে জানুয়ারির প্রথম দিন থেকে অত্র মসজিদের খতিব হযরত মাওঃ ইয়াছিন আলীর তত্ত¡াবধানে পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতে আদায় করে ১৪ ই ফেব্রæয়ারি ৪৫ দিন পূর্ণ করেন ১৪ জন শিশু কিশোর। এরই ধারাবাহিকতায় ২৪ ফেব্রæয়ারি শুক্রবার পবিত্র জুম্মা শেষে অত্র মসজিদের আঙ্গিনায় এসব শিশু কিশোরকে উপহারের বাই-সাইকেল প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদ-উজ-জ্জামান সাঈদ, মসজিদ কমিটির সেক্রেটারি ইউপি সদস্য আজিবর রহমান, শ্যামনগর বøাড ব্যাংকের পরিচালক সাইফুদ্দিন সিদ্দিক, হক ব্রিকসের ম্যানেজার সমাজ সেবক মোঃ মতিউর রহমান। ১৪ কিশোর হলেন মোঃ হুসাইন ইমরান, মোঃ মিয়ারাজ হোসেন, আলি হোসেন, মোঃ আজমল ঈমন, মোঃ তামিম হোসেন, মোঃ তাজিম বাবু, মোঃ আহছান হাবিব, মোঃ সাব্বির হোসেন, মোঃ জনি, মোঃ ফারহাদ হোসেন, মোঃ ছিয়াম বাবু, মোঃ বিল্লাল হোসেন, মোঃ ইব্রাহিম খলিল, মোঃ রাশেদ ইসলাম। এসময় অভিভাবক ও মুসল্লিবৃন্দ উপস্থিত ছিলেন। 5,926,453 total views, 1,716 views today |
|
|
|