ফেব্রুয়ারি ১৭, ২০২৩
জাতীয় ছাত্র সমাজ জেলা শাখার উদ্যোগে রোকনুজ্জামান সুমন’র প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা
![]() নিজস্ব প্রতিনিধি : জাতীয় ছাত্র সমাজ সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক, সাতক্ষীরা সরকারি কলেজের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য রোকনুজ্জামান সুমন এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টায় কাটিয়া আমতলাস্থ সাতক্ষীরা পৌরসভা ১নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে জাতীয় ছাত্র সমাজ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে জাতীয় ছাত্র সমাজ জেলা শাখার সভাপতি মোঃ কায়ছারুজ্জামান হিমেল ‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব শেখ আজহার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ আশরাফুজ্জামান আশু, সিনিয়র সহ-সভাপতি ও তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ নজরুল ইসলাম, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও মোঃ আনোয়ার জাহিদ তপন ,রোকনুজ্জামান সুমনের পিতা ইসহাক আলী সরদার প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির নেতা শেখ সাকায়াতুল করিম পিটুল, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ আব্দুস সাদেক, জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহŸায়ক কাজী আমিনুল হক ফিরোজ, সদস্য সচিব কমল বিশ্বাস, জেলা যুব সংহতির সভাপতি আশিকুর রহমান বাপ্পী, সাধারণ সম্পাদক মো আবু তাহেরসহ জেলা জাতীয় পার্টি, সদর উপজেলা জাতীয় পার্টি ও জাতীয় পার্টির অঙ্গসংগঠনের নেতা-কর্মী বৃন্দ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, জাতীয় ছাত্র সমাজ সাতক্ষীরা জেলা শাখা ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ আলিম আল রাজি রাজ। রোকনুজ্জামান সুমনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ কারী মাওলানা ফিরোজ আহমেদ। 5,915,999 total views, 561 views today |
|
|
|