ফেব্রুয়ারি ২২, ২০২৩
খাজরায় বিয়ের দাবিতে অর্নাস পড়ুয়া নারীর অনশন
![]() নুরুল ইসলাম (খাজরা) আশাশুনি প্রতিনিধি: আশাশুনির খাজরার পল্লীতে অর্নাস পড়–য়া এক নারী বিয়ের দাবিতে ছেলে পক্ষের বাড়িতে ২সপ্তাহ ধরে অনশনে রয়েছেন। দাবী আদায় না হওয়া পর্যন্ত তিনি এখান থেকে কোথাও যাবেন না বলে জানিয়েছেন।
ঘটনা স্থল পরিদর্শনে জানা জানা যায়,যশোর জেলার মনিরামপুর উপজেলার হাটগাছা গ্রামের সমীর কান্তি বৈরাগীর কন্যা রানী (ছদ্দ নাম) নামের এক নারী নিজের বিয়ের দাবি পূরণের জন্য খাজরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গজুয়াকাটি গ্রামের সুবোল সরকারের পুত্র সমীরণ সরকারের বাড়িতে বর্তমানে অবস্থান করছেন।
প্রেমের সম্পূর্কে কি কি প্রমাণ আছে এমন প্রশ্নের উত্তরে নারীটি মোবাইল ফোনে ফেসবুক ম্যাসেঞ্জারে তাদের কথোপকথনের তথ্য ছাড়া আর কিছু দেখাইতে পারি নি। এবিষয়ে অভিযুক্ত সমীরণ সরকারের ব্যবহৃত দুটি মোবাইল ফোন নম্বরে কথা বলার চেষ্টা করিলে তার বন্ধ থাকায় তার মতামত নেওয়া সম্ভব হয়নি।
অভিযুক্ত সমীরনের মা কেঁদে কেঁদে বলেন,আমার স্বামী মানষিক ভারসাম্যহীন মানুষ। আমার ছেলেটাও পাশে নেই। আমার বাড়িতে অচেনা একটা মেয়ে। কখন কি হয় না হয় সেই ভয়ে ভয়ে দিন কাটাচ্ছি।
এবিষয়ে ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য হাসমত ঢালী জানান,ঘটনা শোনা মাত্রই আমি সমীরণের বাড়িতে গিয়েছিলাম। ঐ নারীর কাছে বিস্তারিত শুনে তার অভিভাবকের সাথে কথা বলতে চাইলে সে রাজি হয় নি। তারপর আমি আর কিছু জানি না। 5,926,361 total views, 1,624 views today |
|
|
|